আলাস্কায় ৮.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপে ৮.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।বুধবার স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। খবর রয়টার্সের।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানায়, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

এর মাত্রা ছিল ৮.২।দ্য ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার (এনটিডব্লিউসি) আলাস্কায় সুনামি সতর্কতা জারি করেছে।অপরদিকে দ্য প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার (পিটিডব্লিউসি) দেশটির হাওয়াই ও গুয়ামে সতর্কতা জারি করেছে।

খবর সারাবেলা / ২৯ জুলাই ২০২১ / এমএম