আমদানি করা স্বর্ণ ব্যবসায়ীদের কাছে বিক্রি হবে ১০ ভাগ কমিশনে

আমদানি করা স্বর্ণ ব্যবসায়ীদের কাছে বিক্রির ব্যাপারে একটি নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই নীতিমালায় স্বর্ণ ডিলাররা স্বর্ণের বার ও স্বর্ণালঙ্কার আমদানির পর সেগুলো কিভাবে ব্যবসায়ীদের কাছে বিক্রি করবে সে বিষয়ে একটি নীতিমালা করা হবে। এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে একটি বৈঠক হয়েছে। এতে এনবিআরের কর্মকর্তা ও বাংলাদেশ জুয়েলারি ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে স্বর্ণ ব্যবসায় শৃঙ্খলা আনতে বাংলাদেশ ব্যাংক একটি তথ্যভাণ্ডার গড়ে তোলা হবে। সে অনুযায়ী এতে এনবিআর ও জুয়েলারি ব্যবসায়ী সমিতি সহযোগিতা করবে। এতে আমদানির বার্ষিক চাহিদা, ক্রয়-বিক্রয়, দোকানের সংখ্যা, সরকারি কোষাগারে রাজস্ব জমাদানের পরিমাণ ইত্যাদি তথ্য উল্লেখ থাকবে। একই স্বর্ণ ব্যবসায়ীদের সব ধরনের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের তথ্যভাণ্ডারে সরবরাহ করার অনুরোধ করা হয়। এতে স্বর্ণ ব্যবসায়ীদের শনাক্ত করতে গ্রাহকের নামে বরোয়ার আইডেন্টিফিকেশন নম্বর (বিন) দেয়া হবে। এর ভিত্তিতে গ্রাহকদের শনাক্ত করা হবে। স্বর্ণ ব্যবসায়ীরা ও ডিলাররা এই নম্বর পাবেন। এর ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক ও এনবিআর সময় সময় এ খাতে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে।

ইতিমধ্যে ব্যবসায়ীদের কাছে কি পরিমাণ স্বর্ণ জমা আছে তার তথ্য সংগ্রহ করেছে এনবিআর। এসব তথ্যের সঙ্গে আমদানি করা স্বর্ণ যোগ হবে।

খবর সারাবেলা/ ০৮ সেপ্টেম্বর ২০১৯/ টি আই