আফগানিস্তানের বিপক্ষে মঙ্গলবার নামছে টাইগাররা
এশিয়া কাপের পর্দা উঠেছে গত শনিবার। আর আগামীকাল(মঙ্গলবার) গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। বাংলাদেশ টেলিভিশন(বিটিভি), টি-স্পোটর্স ও নাগরিক টিভিতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
গ্রুপপর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। ‘বি গ্রুপে’ থাকা বাংলাদেশের এটাই প্রথম ম্যাচ। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের বাহিনী। এদিকে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামে আফগানিস্তান। ওই ম্যাচে লঙ্কানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নবি-রশিদরা।
ক্রিকেটের সর্বেোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কর্তৃক প্রকাশিত আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের চেয়ে একধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নয়ে। রেটিং পয়েন্ট ২২৬। অন্যদিকে ২১৯ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে দশে অবস্থান করছে আফগানিস্তান।
তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও পরস্পরের মুখোমুখি মোকাবিলায় বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে আফগানরাই। এখন পর্যন্ত দুদল মোট আটবার পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছে। যেখানে বাংলাদেশ দল জয় পেয়েছে মাত্র তিনটি ম্যাচে। অন্যদিকে বাকি পাঁচটি ম্যাচ জিতে নিয়েছে আফগানিস্তান।
এদিকে এ ম্যাচ দিয়ে তৃতীয় মেয়াদে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে আসছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়াতেই দায়িত্ব দেয়া হয় সাকিবকে। বিশ্বকাপের পর এখন পর্যন্ত মোট ১০ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিততে পেরেছে বাংলাদেশ।
এদিকে বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ হলো টুর্নামেন্টের আগে ইনজুরিতে ছিটকে গেছেন লিটন দাস, হাসান মাহমুদ এবং নুরুল হাসান সোহানরা। লিটনের অনুপস্থিতিতি ওপেনিং খারিকটা ভুগতে হবে বাংলাদেশকে। এশিয়া কাপে এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেনিং দেখা যেতে পারে মোহাম্মদ নাঈম শেখকে।
বাংলাদেশ দল :
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসাস, মোহাম্মদ সাইফুউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ ও তাসকিন আহমেদ।
আফগানিস্তান দল:
মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, আসমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমদ, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ফজলহক ফারুকী, হাসমতউল্লাহ শহিদি, হযরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাভিন উল হক, নূর আহমদ, রশিদ খান ও সামিউল্লাহ শেনওয়ারি।
খবর সারাবেলা / ৩০ আগস্ট ২০২২ / এমএম