আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা বিষয়ে গৃহীত পদক্ষেপে সমর্থনের আশ্বাস আলবেনিয়ার
জাতিসংঘ ও ওআইসিসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা বিষয়ে গৃহীত পদক্ষেপের প্রতি সক্রিয় সমর্থনের আশ্বাস দিয়েছে আলবেনিয়া। শুক্রবার (১২ মার্চ) সকালে রাজধানী তিরানায় প্রেসিডেন্সি ভবনে রাষ্ট্রপতি ইলির মেতার কাছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের অনাবাসী হিসেবে রাষ্ট্রদূত আসুদ আহ্মদ পরিচয়পত্র পেশকালে এ আশ্বাস দেন তিনি।পরিচয়পত্র পেশের পর আলবেনিয়ার রাষ্ট্রপতি এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে গণহত্যার মুখে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় দশ লাখ রোহিঙ্গা নাগরিককে মানবিক বিবেচনায় গত ৪ বছর ধরে বাংলাদেশে আশ্রয় দিয়ে মানবিকতার যে অনন্য নিদর্শন বাংলাদেশ স্থাপন করেছে, সে বিষয়টি উল্লেখ করে বাংলাদেশের রাষ্ট্রদূত রোহিঙ্গাদের নিজ স্বদেশে ফেরত নেওয়ার বিষয়ে আলবেনিয়া সরকারের সহযোগিতা কামনা করেন।এ প্রসঙ্গে তিনি জাতিসংঘ ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনসহ (ওআইসি) বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আলবেনিয়ার সক্রিয় সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এসব ফোরামের মাধ্যমে ও দ্বিপাক্ষিকভাবে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত নেওয়ার জন্য মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির অনুরোধ জানান।
বৈঠকে আলবেনিয়ার রাষ্ট্রপতি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে গ্রহণ করার জন্য আলবেনিয়ার রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান এবং তাকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।এ সময় তিনি বাংলাদেশ ও আলবেনিয়ার মধ্যে বিদ্যমান ভ্রাতৃপ্রতীম সম্পর্কের কথা উল্লেখ করে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিতকরণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার ক্ষেত্রে অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।পরিচয়পত্র পেশকালে এবং বৈঠকে রাষ্ট্রদূতের স্ত্রী মিসেস রেবেকা সুলতানা এবং দূতাবাসের কাউন্সিলর মো. খালেদ এবং আলবেনিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতির কূটনৈতিক উপদেষ্টা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খবর সারাবেলা / ১৩ মার্চ ২০২১ / এমএম