আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন হাফিজ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে থেকে অবসের নিলেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তবে ফ্রাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন বলে জানা যায়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে হাফিজের অবসরের খবর জানা গেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে।
সাবেক এই পাকিস্তানি টেস্ট অধিনায়ক ২০১৮ সালেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। পাকিস্তানের হয়ে নিয়মিতই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলেছেন। ৪১ বছর বয়সেও তরুণদের চাইতে দুর্দান্ত খেলেছেন তিনি। বারবার বয়স নিয়ে খোটা আসলে নিজের পারফরম্যান্স দিয়ে বন্ধ করেছেন সমালোচকদের মুখ।ক্যারিয়ারে ৫৫টি টেস্ট, ২১৮টি ওয়ানডে ও ১১৯টি টি-টোয়েন্টি খেলে ১২,৭৮০ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। পাশাপাশি ৫৩টি উইকেটও নিয়েছেন।
২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া এই তারকার অধিনায়কত্বে পাকিস্তান ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল। তিনি দলকে এই ফরম্যাটে ২৯ ম্যাচ নেতৃত্ব দিয়ে ১৮টিতে জিতিয়েছেন। এছাড়া ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সদস্যও ছিলেন হাফিজ।
খবর সারাবেলা / ০৩ জানুয়ারি ২০২২ / এমএম