আগামীকাল সোমবার থেকে সমগ্র ভারতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার শুরু

September 1, 2019

আগামীকাল সোমবার থেকে সমগ্র ভারতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার শুরু হচ্ছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন। আজ রোববার সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার বিকেল ৩টায় রাজধানীর রামপুরায় বিটিভি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সরকারের তথ্য বিবরণীতে জানানো হয়েছে ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ প্ল্যাটফরম- ডিডি ফ্রি ডিশের মাধ্যমে বিটিভির এ সম্প্রচার চলবে।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তথ্যসচিব আবদুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

খবর সারাবেলা/ ০১ সেপ্টেম্বর ২০১৯/ টি আই