আউশের ভালো ফলন হয়েছে, চালের দাম কমবে: খাদ্যমন্ত্রী
আগের বছরের তুলনায় এবার আউশ ধানের ভালো ফলন হয়েছে। এ ধান বাজারে এলে চালের দাম কমবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বলেন, ‘এবছর আউশে কৃষকের আশা পূরণ হয়েছে।’রবিবার নওগাঁয় কয়েকটি আউশ ধানের ক্ষেত পরিদর্শন শেষে এসব কথা জানান মন্ত্রী।সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘এবার মৌসুম জুড়ে আবহাওয়া ভালো ছিল। তাই অন্যান্য বছরের তুলনায় ফলন ভালো হয়েছে। বাজারে আউশ ধানের ভালো দামও পাবেন কৃষকরা। সবমিলে আউশে কৃষকের আশা পূরণ হয়েছে।’
পহেলা সেপ্টেম্বর থেকে খাদ্যবান্ধব কর্মসুচি চালু হতে যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আউশ ধানের চাল বাজারে এলে চালের দাম অবশ্যই কমে আসবে।’দেশের চালের যথেষ্ট মজুত রয়েছে। অধিক মুনাফার লোভে অযথা ভোক্তাদের কষ্ট না দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
খবর সারাবেলা / ২৮ আগস্ট ২০২২ / এমএম