অ্যাস্টন ভিলার নতুন কোচ উনাই এমেরি

গেল সপ্তাহে স্টিফেন জেরার্ডকে অ্যাস্টন ভিলার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এর এক সপ্তাহ যেতে না যেতেই নতুন কোচ নিয়োগ দিল ক্লাব কর্তৃপক্ষ। জেরার্ডের জায়গায় দায়িত্ব পেয়েছেন আর্সেনালের সাবেক বস উনাই এমেরি। ইংলিশ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ফলে আবারও প্রিমিয়ার লিগে ফিরলেন এমেরি।

এক বিবৃতিতে অ্যাস্টন ক্লাব কর্তৃপক্ষ জানায়, ‘অ্যাস্টন ভিলা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে ক্লাবের নতুন কোচ হিসেবে উনাই এমেরিকে দায়িত্ব দেয়া হয়েছে।’এ সময় ভিলা এমেরিকে অত্যন্ত উঁচুমানের শীর্ষ পর্যায়ের একজন অভিজ্ঞ কোচ হিসেবে অভিহিত করেছে যার ৯০০’রও বেশী ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।’

৫০ বছর বয়সী এমেরির অধীনে ভিয়ারিয়াল ২০২১ সালে ইউরোপা লিগের শিরোপা জয় করেছিল। ফাইনালে তারা ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত করার কৃতিত্ব দেখায়। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও তারা খেলেছে। সেখানে লিভারপুলের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়।

খবর সারাবেলা / ২৫ অক্টোবর ২০২২ / এমএম