অপরিষ্কার চুল দ্রুত বাড়ে
চুলের যত্নে কার্যকর পদ্ধতি নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। তবে এসব ভ্রান্ত ধারণা সম্পর্কে সচেতন হওয়া জরুরি। এমন একটি ভ্রান্ত ধারণা হলো, অপরিষ্কার চুল দ্রুত লম্বা হয়। কথাটা কি সত্য?একটি গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন গোসলে শ্যাম্পু ব্যবহার করেন আর যারা সপ্তাহে দু থেকে তিনদিন চুল পরিষ্কার করেন তাদের মধ্যে পরবর্তী অংশের মানুষদের চুল দ্রুত বৃদ্ধি হয়। এজন্যই এমন ধারণা করেন সবাই। কিন্তু সত্যটি আসলে কি?
প্রতিদিন শ্যাম্পু ব্যবহারে চুলের প্রয়োজনীয় তেল। মাথার ত্বকের আর্দ্রতা সব শুকিয়ে যায়। আবার শ্যাম্পুতে থাকা রাসায়নিক উপাদানও আমাদের চুলের ক্ষতি করে। কিন্তু যারা সপ্তাহে দু-তিনদিন করছেন তাদের চুলে প্রয়োজনীয় তেল ও আর্দ্রতা বজায় রয়েছে। তবে এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে। একেবারে দীর্ঘদিন পরপর শ্যাম্পু করাও চুলের জন্য ক্ষতিকর। আবার প্রতিদিন শ্যাম্পু করাও খারাপ। তবে অপরিষ্কার চুল মানেই দ্রুত চুল বৃদ্ধি নয়।
খবর সারাবেলা / ১৫ ডিসেম্বর ২০২২ / এমএম