‘অনুশীলন ক্যাম্প শুরুর আগে ক্রিকেটারদের করোনা টেস্ট’
দীর্ঘদিন গৃহবন্দি থাকার পর অনুশীলন ক্যাম্পে যোগ দেয়ার আগে করোনা টেস্ট করে পজিঠিভ হয়েছেন জাতীয় দলের অধিকাংশ ফুটবলার। ফুটবলারদের করোনায় আক্রান্ত হওয়ার খবরে আতঙ্কিত দেশের অন্যান্য ফেডারেশনগুলো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আনুষ্ঠানিকভাবে ক্রিকেটার অনুশীলন শুরু করেনি। তবে ব্যক্তিগত উদ্যোগে মাঠে নেমে পড়েছেন ক্রিকেটাররা। ফুটবলারদের এভাবে আক্রান্ত হতে দেখে ক্রিকেটাররাও আতঙ্কিত। বিসিবি এখনই ক্রিকেটারদের করোনা পরীক্ষা করাবে না। আনুষ্ঠানিক অনুশীলন শুরুর আগেই ক্রিকেটারদের পরীক্ষা করাতে চায় বিসিবি।
এ ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, আমরা আগে থেকেই পরিকল্পনা করে রেখেছি, যখন অনুশীলন ক্যাম্প শুরু হবে তখনই ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে।
করোনার কারণে শ্রীলংকার বিপক্ষে স্থগিত হয়ে যাওয়া টেস্ট সিরিজটি দ্রুতই খেলার চেষ্টা করছে বিসিবি। দুই বোর্ড রাজি থাকলে আগামী অক্টোবরে এই সিরিজটি হতে পারে।
খবর সারাবেলা /০৮ আগস্ট২০২০ / এমএম