অকালে চুল পাকা রোধ করে যে পাতা
বিভিন্ন কারণে আজকাল বেশ দ্রুতই চুলে পাক ধরে যাচ্ছে আমাদের। কারি পাতার নির্যাস মিশ্রিত তেল চুলের গোড়ায় লাগাতে পারেন অকালে চুল পাকা রোধ করতে। এছাড়া এই পাতা চুল পড়া রোধ করতেও কার্যকর।
কারি পাতা
২ টেবিল চামচ নারকেল তেল গরম করে ১২টি কারি পাতা ফেলে দিন।
তেল ঠাণ্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
তেল ঠাণ্ডা হলে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন।
সারারাত রেখে পরদিন ভিটামিন ই অয়েল ম্যাসাজ করুন চুলে।
কিছুক্ষণ অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
এক মগ পানিতে একটি লেবুর রস মিশিয়ে চুল ধুয়ে নিন।
খবর সারাবেলা / ১৯ জুলাই ২০২০ / এমএম