৭০ শতাংশ বেতন কম নেবেন মেসিরা

করোনাভাইরাসের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে এবার পাশে দাঁড়ালেন বার্সেলোনার ফুটবলাররা। করোনার কারণে উদ্ভূত কঠিন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে স্প্যানিশ লিগ। এ মৌসুমে দেশটিতে ফুটবল বন্ধ। ফলে ক্লাবের কোনো আয়ের উৎস নেই। তাই এ অবস্থায় ফুটবলার ও সাপোর্ট স্টাফদের বেতন কর্তন নিয়ে ভাবছিল বার্সা।পাল্টা টুইট করে লিওনেল মেসি জানিয়েছেন, তার দলের ফুটবলাররা বেতনের ৭০ শতাংশ ছাড়তে চলেছেন।

তিনি লেখেন– ১২ মার্চ থেকে স্পেনে ফুটবল বন্ধ। এমন কঠিন পরিস্থিতি কোনো দিনও হয়নি। ক্লাবের এমন করুণ দিনে আমরা অর্থনৈতিক ক্ষতির দায়ভার নিচ্ছি। মাঠকর্মী থেকে শুরু করে দলের সাপোর্ট স্টাফরা যাতে সম্পূর্ণ বেতন পেতে পারেন, সে জন্য ফুটবলাররা নিজেদের বেতনের ৭০ শতাংশ ছাড়তে চলেছি। এতে ক্লাবের কোনো কর্মচারীকে এমন মহামারীর দিনে অন্তত সমস্যায় পড়তে হবে না।

খবর সারাবেলা / ৩১ মার্চ ২০২০ / এমএম