রোনালদোর অন্যরকম রেকর্ড

শুধু ফুটবল মাঠেই নয়, সোশ্যাল মিডিয়াতেও নিজের দাপট দেখালেন সিআর সেভেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০০ মিলিয়ন ফলোয়ার পেয়ে নতুন রেকর্ড গড়লেন পর্তুগিজ সুপারস্টার। মাত্র ছয় মাসের মধ্যে ইনস্টাগ্রামে তার ফলোয়ার বেড়েছে ১৬৩ মিলিয়ন। ২০২১ সালের সেপ্টেম্বরে রোনালদোর ইনস্টাগ্রামের ফলোয়ার ছিল ২৩৭ মিলিয়ন।

সম্প্রতি ৩৭ বছরে পা রেখেছেন রোনালদো। এমনিতে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় এই সুপারস্টার। যার ফলে সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার সংখ্যাও হু হু করে বাড়তে থাকে। ইনস্টাগ্রামে এবার তিনি টপকে গেলেন কাইলি জেনারকেও। ইনস্টাগ্রামে বর্তমানে সিআর সেভেনের ফলোয়ার সংখ্যা হয়েছে ৪০০ মিলিয়ন। বিশ্বে এ রেকর্ড আর কারো নেই।

ইনস্টাগ্রামে এখনো পর্যন্ত ৩২৪২টি পোস্ট করেছেন রোনালদো। তার অনুরাগীর তালিকা যতই লম্বা হোক না কেন, তিনি কিন্তু ফলো করেন মাত্র ৫০১ জনকে।সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের দিক থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পরেই আছেন কাইলি জেনার। তার ফলোয়ার্স সংখ্যা ৩০৯ মিলিয়ন। তিন নম্বরে রয়েছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি, তার ফলোয়ার সংখ্যা ৩০৬ মিলিয়ন।

খবর সারাবেলা / ০৯ ফেব্রুয়ারি ২০২২ / এমএম