মিরসরাইয়ে ঘুর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মাঠ মহড়া অনুষ্ঠিত
মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে ঘুর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ের মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজ মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। ঘুর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতিতে মোকাবেলায় জনসম্পৃক্ততা বাড়াতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি মাঠ মহড়া আয়োজন করে।মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই ইকোনমিক জোন-১ এর এমডি ও চট্টগ্রামের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রকৃতিকে সম্মান করলে প্রকৃতি আমাদের রক্ষা করবে। মিরসরাই বদ্বীপ অঞ্চল হওয়ার বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বাঁচতে হয়। প্রাকৃতিক দুর্যোগ হয়তো বন্ধ করা যাবে না, কিন্তু প্রত্যেক স্তরে সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। যেমন ১৯৭৪ সালের ঘুর্ণিঝড়ে প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ মারা যায় সে হিসেবে ২০০৮ সালের সিডরে ১ লাখ মানুষ মারা যাওয়ার কথা কিন্তু জনসাধারণের সচেতনতায় বিশাল ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে মাত্র কয়েক হাজার মানুষ মারা যায়।
তিনি আরো বলেন, দিনের পর দিন আমরা পৃথিবী থেকে নিয়েই যাচ্ছি, জ্বালানি সংগ্রহ করছি, দূষণ করছি। এভাবে চলতে থাকে প্রকৃতি আমাদের ক্ষমা করবে না, প্রাকৃতিক দুর্যোগ বাড়তেই থাকবে। ভবিষ্যৎ প্রজš§ আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের সবুজ পৃথিবী গড়তে হবে। প্রতিবছর পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাতে হবে। কার্বনের ব্যবহার যতদূর সম্ভব কম করা যায় সেদিকে নজর দিতে হবে। ঘুর্ণিঝড়ের মত আরো বড় প্রাকৃতিক দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হয়। ইতোমধ্যে প্রধানমন্ত্রী অনেক সফল উদ্যোগ গ্রহণ করেছেন। বিশ্বে দুর্যোগ মোকাবেলায় রোলমডেল হিসেবে গণ্য হচ্ছে। সরকারের সক্ষমতা বাড়ায় প্রাণহানি ও কমেছে অনেক। প্রধানমন্ত্রী উপকুলে সবুজ বেষ্টনী গড়ার নির্দেশ দিয়েছেন। তার পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে আমাদের সবুজকে রক্ষা করতে হবে। না হয় টেকসই উন্নয়ন সম্ভব হবে না।
পরে মহড়ায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মাঝে স্মারক পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, বারইয়ারহাট, মিরসরাই পৌরসভার মেয়র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর তপু, মিরসরাই উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, যুবলীগ নেতা মাইনুর ইসলাম রানাসহ বিশিষ্ট ব্যক্তিরা।
খবর সারাবেলা / ২৩ ফেব্রুয়ারি ২০২০ / এমএম