বিসিবিতে চাকরির সুযোগ, ক্রিকেট জ্ঞান থাকলেই করা যাবে আবেদন

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিষ্ঠানটি জরুরী ভিত্তিতে দুজন কম্পিউটার/ পারফরম্যান্স অ্যানালিস্ট নিয়োগ দেবে। শুরুতে দুইবছরের চুক্তিভিত্তিক নিয়োগ হলেও পরবর্তীতে সমঝোতার মাধ্যমে তা বাড়ানোর সুযোগ থাকবে। আগ্রহীদের নিয়ম মেনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

পদের নাম: কম্পিউটার/পারফরম্যান্স অ্যানালিস্ট-বিসিবি

পদসংখ্যা: ২

যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ভিডিও এডিটিংয়ের কাজ জানা থাকতে হবে। এ ছাড়া বেসিক কম্পিউটার ট্রাবশুটিংয়ে জ্ঞান থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক। মেয়াদ শেষে নবায়নযোগ্য।

বেতন: আলোচনা সাপেক্ষে

যেভাবে আবেদন করবেন: প্রত্যাশিত বেতন ও সুযোগ-সুবিধা উল্লেখ করে আগ্রহী প্রার্থীরা ফরোয়ার্ডিং লেটার ও এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জীবনবৃত্তান্ত চিফ এক্সিকিউটিভ অফিসার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মিরপুর-২, ঢাকা-১২১৬ বরাবর লিখে job@bcb-cricket.com ঠিকানায় ই-মেইল করতে হবে।

আবেদনের শেষ সময়: ২ এপ্রিল ২০২৪ ইং।

খবর সারাবেলা / ২৪ মার্চ ২০২৪ / এমএম