ফের হাসাপাতালে পেলে

অসুস্থতা যেন পিছু ছাড়ছেই না ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলের। আর হাসপাতাল তাকে ডাকছে বারবার। কোলন ক্যান্সারের চিকিৎসার জন্য সোমবার থেকে ফের হাসাপাতালে ভর্তি হয়েছেন তিনি। পেলেকে চিকিৎসা সেবা দানকারী প্রতিষ্ঠানটি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার এক বিবৃতিতে আলবার্ট আইনস্টাইন হাসাপাতাল থেকে জানা যায় ‘ এডসন আরান্তেস দো নাসিমেন্টোর ক্লিনিক্যাল অবস্থা ‘ভাল এবং স্থিতিশীল’। পরবর্তী কয়েকদিনের মধ্যে তাকে হাসাপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।’

২০১৪ সালে মুত্রনালির সংক্রমনের কারণে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে থাকতে হয়েছিল পেলেকে। ওই সময় বাঁ পাশের কিডনিও ডায়ালাইসিস করাতে বাধ্য হন পেলে। অবশ্য খেলোয়াড় থাকা অবস্থাতেই ১৯৭০ এর দশকে পেলের ডান পাশের কিডনি অপসারণ করা হয়েছিল। এছাড়া নিতম্বেও সমস্যা রয়েছে তার।

খবর সারাবেলা / ২১ এপ্রিল ২০২২ / এমএম