পিন্ডির অনার্স বোর্ডে মিরাজের নাম
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টে ৫ উইকেট তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে নিজেদের প্রথম ইনিংসে ২৭৪ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। ৬১ রানে ৫ উইকেট নিয়ে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নাম উঠেছে এই স্পিনারের। ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর কার্যত দ্বিতীয় দিনে শুরু হয় মাঠের খেলা। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। আব্দুল্লাহ শফিককে বোল্ড করে ফেরান এই পেসার। প্রথম সেশনে লাঞ্চের আগে আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা।
মিরাজের ফাইফারে কুপোকাত পাকিস্তান
তবে বিরতির পরের সেশনেই শুরু হয় মিরাজের তাণ্ডব। ফিফটি করা দুই ব্যাটার শান মাসুদ এবং সাইম আইয়ুবকে বিদায় করেন এই অফব্রেক স্পিনার। চা-বিরতির পরও সে ধারা অব্যাহত রাখেন মিরাজ। এ যাত্রায় একে একে প্যাভিলিয়নে ফেরান খুররম, আলী ও আবরারকে। তার ৫ উইকেটের মধ্যে দুটি ক্যাচে, দুটি লিটনের স্ট্যাম্পিংয়ে ও একটিতে তিনি লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন ব্যাটারদের।
খবর সারাবেলা / ৩১ আগস্ট ২০২৪ / এমএম