নায়িকা হওয়ার পর প্রথম বিজ্ঞাপন, উচ্ছ্বসিত দীঘি
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রেখেছিলেন প্রার্থনা ফারদীন দীঘি। তারও আগে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীনফোনের একটি বিজ্ঞাপন করে নজরে আসেন তিনি। ওই বিজ্ঞাপনটির ‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে’ সংলাপটির মাধ্যমেই সবার প্রিয়মুখ হয়ে ওঠেন দীঘি।
সেই দীঘি এখন প্রাপ্ত বয়স্ক নায়িকা। এরই মধ্যে কয়েকটি সিনেমায় তিনি নায়িকা হিসেবে অভিনয় করেছেন। পাশাপাশি মিউজিক ভিডিও এবং বিভিন্ন পণ্যের প্রমোশনাল ফটোশুটে মডেল হিসেবে কাজ করছেন নিয়মিত। এবার করলেন ফের বিজ্ঞাপনের কাজ। সম্প্রতি চিয়ার আপ নামের একটি কোমল পানীয়র মডেল হয়েছেন দীঘি।
নায়িকা হওয়ার পর এটি দীঘির প্রথম বিজ্ঞাপন। সেখানে তার সহশিল্পী জিয়াউল রোশান। রবিবার (১২ জুন) নাইন অ্যান্ড হাফ স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। এটি নির্দেশনা দিয়েছেন মাসুদ জাকারিয়া সাবিন। নির্মাতা জানান, শিগগিরই বিজ্ঞাপনটি উন্মুক্ত করা হবে।
বিজ্ঞাপনটি প্রসঙ্গে দীঘি বলেছেন, ‘নায়িকা হওয়ার পর প্রথম বিজ্ঞাপনচিত্র করলাম। এটি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। কারণ, বিজ্ঞাপনের মাধ্যমেই আমাকে সবাই চিনেছেন। মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। আশা করি এই বিজ্ঞাপনচিত্রটিও সবার ভালো লাগবে।’
খবর সারাবেলা / ১৩ জুন ২০২২ / এমএম