দেড় মাস আগেও জানতাম না কোর্টে ফিরতে পারব: নাদাল

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রাশিয়ান টেনিস তারকা ড্যানিল মেধভেদেভের বিপক্ষে দুর্দান্ত জয়ে বছরের প্রথম মেজর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল। তাতে ফেদেরার-জোকোভিচকে পেছনে ফেলে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের তালিকায় শীর্ষে উঠেছেন এই স্প্যানিশ তারকা। অথচ কোর্টে ফিরতে পারবেন কিনা সেটা নাকি দেড় মাস আগেও জানতেন না তিনি।

শিরোপা জেতার পর নিজের অনুভূতি প্রকাশ করার সময় সাংবাদিকদের সামনে এমন মন্ত্যবই করেছেন ২১বারের গ্র্যান্ড স্লাম জয়ী এই তারকা টেনিসার। এ বিষয়ে নাদাল বলেন, ‘আমি দেড় মাস আগেও জানতাম না কোর্টে ফিরে আবার টেনিস খেলতে পারব। আমি নিজের সঙ্গে যে কি পরিমাণ লড়াই করেছি সেটা কেউ জানেও না। আজ (সোমবার) আমি ট্রফি জিতে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। অথচ কিছুদিন আগেও আমাকে প্রশ্ন করলে হয়তো বলতাম এটাই আমার শেষ অস্ট্রেলিয়ান ওপেন। ’

নাদাল আরও বলেন, ‘এখন আমার পাশে এই ট্রফিটা থাকার পর মনে হচ্ছে, শরীরে নতুন শক্তি এসেছে। তাই সামনের বছরও আমাকে অস্ট্রেলিয়ায় খেলতে দেখা যেতে পারে।’ফাইনাল ম্যাচে টানা দুই সেট হারার পর টানা তিনটি সেটে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা মেধভেদেবকে হারিয়েছেন নাদাল। প্রতিপক্ষের প্রশংসা করে তিনি বলেন, ‘তোমার কাছে একটা কঠিন মুহূর্ত মেধবেদেভ। অস্ট্রেলিয়ান ওপেনে আমি দুটি ট্রফি জিতেছি। তুমিও অন্তত দু’বার এই ট্রফি জিততে পারবে বরে আমি বিশ্বাস করছি। অসাধারণ খেলেছ আজ। তাই তোমাকেও অনেক ধন্যবাদ।’উল্লেখ্য, শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে রাশিয়ার মেধভেদেভকে ২-৬, ৬-৭(৫-৭), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন রাফা। এটি তার ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্লাম জয়।

খবর সারাবেলা / ৩১ জানুয়ারি  ২০২২ / এমএম