দেশে করোনায় নতুন আক্রান্ত ৩, মোট ৫৪
দেশে নতুন করে আরো ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া করোনায় আক্রান্ত হযে আরও একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জনে।
প্রসঙ্গত, বিশ্বে এখন পর্যন্ত ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪২ হাজার ১৫১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন।
খবর সারাবেলা /০১ এপ্রিল ২০২০/ এমএম