দুর্নীতি মামলায় বিএনপির সাবেক রাজশাহীর কেশরহাট পৌর মেয়র কারাগারে

দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া তিন মামলায় রাজশাহীর কেশরহাট পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন আলোকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার গভীর রাতে কেশরহাট পৌরসভার দর্শনপাড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আলাউদ্দিন আলো জেলার মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার মেয়র ছিলেন। তিনি কেশরহাট পৌর বিএনপির সভাপতি।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা তিন মামলায় সাবেক মেয়র আলোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি পলাতক থাকায় গ্রেফতার করা যাচ্ছিল না।

বৃহস্পতিবার গভীর রাতে কেশরহাট পৌরসভার দর্শনপাড়া মহল্লায় এক বিএনপি নেতার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর শুক্রবার দুপুরে সাবেক এই মেয়রকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানান ওসি।

 

খবর সারাবেলা/ ০৬ সেপ্টেম্বর ২০১৯/ টি আই