দাদা হচ্ছেন জিদান
আগামী জুনে ৫০-এ পা দেবেন জিনেদিন জিদান। তার আগেই দাদা হতে চলেছেন এই ফরাসি ফুটবল লিজেন্ড।২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত টানা তিন মৌসুম রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দেওয়া সফল কোচ জিদান। তার বড় ছেলে ২৬ বছরবয়সি এনজো বাবা হতে চলেছেন।
ইনস্টাগ্রামে বান্ধবী কারেন গনজালভেসের সঙ্গে নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে এনজো লিখেছেন- ‘কৃতজ্ঞ’। রিয়ালের হয়ে নিজের খেলোয়াড়ি জীবন শুরু করা এনজো অ্যালান জিদান একজন মিডফিল্ডার। বর্তমানে তিনি ফ্রান্সের লিগ-২ এর ক্লাব রদেজের হয়ে খেলছেন।
খবর সারাবেলা / ০৩ ফেব্রুয়ারি ২০২২ / এমএম