ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০

January 31, 2024

২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৫ জন।এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের মোট ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০ জনের মধ্যে ৯ জন ঢাকার এবং ঢাকার বাইরের ১১ জন।এদিকে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতে ৪২ জন এবং বাকি ৭১ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের।

খবর সারাবেলা / ৩১ জানুয়ারি ২০২৪ / এমএম