জুনে পরস্পরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল
কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে ফুটবলবিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিল। চলতি বছরের ১১ জুন অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টেডিয়ামে দুদলের মধ্যকার এই মহারণটি অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার রাজ্য ভিক্টোরিয়ার সরকার দুই অন্যতম পরাশক্তির মধ্যকার এই ম্যাচের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ভিক্টোরিয়ান্স রাজ্য সরকারের স্পোর্টস অ্যান্ড ট্যুরিজম মিনিস্টার মার্টিন পাকুলা বলেন, ‘ফুটবলবিশ্বের সবচেয়ে সফল এবং অন্যতম শক্তিশালী দুটি দেশ আবারও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হতে যাচ্ছে। এমসিজি আবারও চির প্রতিদ্বন্দ্বী দুটি দেশের লড়াই আয়োজন করতে যাচ্ছি। যাতে সারা বিশ্বকে দেখাতে পারি যে এটা একটা গ্রেট স্পোর্টিং সিটি।’
সাও পাওলোতে আর্জেন্টিনা-ব্রাজিল সবশেস মুখোমুখি হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। কিন্তু কোভিড প্রটোকল ভঙ্গের অভিযোগে বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচটি শুরুর কয়েক মিনিট পর পরিত্যক্ত হয়। এরই মধ্যে দুই দল কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে। তার পাঁচ মাস আগে মাঠের দেখায় নিজেদের পরখ করে নিবে দুই জায়ান্ট।
মেলবোর্নে এর আগেও মুখোমুখি হয়েছিল এই দুদল। ২০১৭ সালে পাঁচ বছর আগে দুদলের লড়াইয়ে হাসি-হেসেছিলে আর্জেন্টিনা। এমসিজিতেই ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ ১-০ গোলে জিতেছিল আলবিসেস্তেরা। মেসি খেললেও সে ম্যাচে নেইমারকে দেখতে পায়নি এমসিজিতে উপস্থিত প্রায় ৯৫ হাজার দর্শক।এবারও প্রচুর দর্শকের আশা করছেন পাকুলা। এ বিষয়ে তিনি বলেন, ‘এমন ম্যাচে লাখ লাখ দর্শক চোখ রাখবেন মেলবোর্নে। ভিক্টোরিয়াতেও অনেক পর্যটকের সমাগম হবে।’
খবর সারাবেলা / ২১ এপ্রিল ২০২২ / এমএম