গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, এটি হামাসের কাছে আত্মসমর্পণ হিসেবে গণ্য হবে।তেল আবিবে বক্তৃতায় নেতানিয়াহু বাইবেলের উদ্ধৃতি দিয়ে বলেছেন, এটা যুদ্ধের সময়। খবর বিবিসির।

এদিকে, জাতিসংঘের সাহায্য সংস্থাগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।ইউনিসেফ বলছে, গাজার পরিস্থিতি ঘণ্টার পর ঘণ্টা খারাপ হচ্ছে এবং এর প্রকৃত মূল্য শিশুদের জীবনেদিয়ে পরিমাপ করা হবে।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছিল, তারা গাজায় এক সৈন্যকে উদ্ধার করেছেন, যাকে ৭ অক্টোবর হামাসের হাতে জিম্মি করা হয়েছিল।আলাদাভাবে হামাস গাজায় তিন জনকে জিম্মি করার একটি ভিডিও প্রকাশ করেছে।

৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় বোমা হামলা চালাচ্ছে। হামাসের হামলায় ১৪০০ জন নিহত হয়। কমপক্ষে ২৩৯ জনকে জিম্মি করা হয়।গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের প্রতিশোধমূলক বোমা হামলা শুরু হওয়ার পর থেকে আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

খবর সারাবেলা / ৩১ অক্টোবর ২০২৩ / এমএম