কিং খানের জন্মদিন পার্টিতে সুহানা-আরিয়ানের পারফরম্যান্স

October 30, 2024

আগামী ২ নভেম্বর ৫৮ বসন্ত পার করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আর সে উপলক্ষ্যেই এবার বড় একটি পার্টির আয়োজন করেছেন নিজের বাসা মান্নাতে। জানা গেছে, এ অভিনেতা এত বড় একটি পার্টি দিতে চলেছেন, যা এর আগে বলিউড ইন্ডাস্ট্রি কখনো দেখেনি। সেখানে অতিথির তালিকাও নাকি বেশ লম্বা। আসবেন দেশ-বিদেশ থেকেও নামিদামি জনপ্রিয় ব্যক্তিত্বরা।বর্তমানে বলিউড কিং খানের বয়স যে ষাট ছুঁই ছুঁই, তা বোঝা খুব কঠিন। যে শাহরুখ এখনও একবার হাসলে ঝড় ওঠে আট থেকে আশির নারী হৃদয়ে, সেই শাহরুখই পা দেবেন এবার উনষাটে!

শাহরুখের এই ৫৯তম জন্মদিনে থাকবে বিশেষ থিম। অতিথিদের নাকি সাজতে হবে তার ছবির চরিত্র অনুযায়ী। ইতোমধ্যে নাকি ডিনারের মেন্যু ঠিক করে ফেলেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান। কেননা এই পার্টির সব কিছু প্ল্যানিং করছেন শাহরুখপত্নী নিজেই। জানা গেছে, জন্মদিনের এ পার্টিতে থাকবে সুহানা ও আরিয়ানের বিশেষ পারফরম্যান্স।

গণমাধ্যম সূত্রের খবর, বলিউড বাদশাহ শাহরুখ খানের এই পার্টিতে আসতে পারেন ২৫০ জন অতিথি। যার মধ্যে রয়েছেন অভিনেতা রণবীর সিং, অভিনেত্রী আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, রণবীর কাপুর, কাজল, অজয় দেবগনের মতো তারকারা। তবে শুধু দেশের নয়, বিদেশ থেকেও উড়ে আসতে পারেন বেশ কিছু জনপ্রিয় তারকা। এমনকি দেশ-বিদেশের ব্যবসায়ীরাও থাকতে পারেন শাহরুখের এই জমজমাট বার্থডে পার্টিতে।উল্লেখ্য, সুজয় ঘোষের পরিচালনায় বড়পর্দায় আসছেন শাহরুখ ও সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

খবর সারাবেলা / ৩০ অক্টোবর ২০২৪ / এমএম