এ সময়ে ব্যাগ ও জুতা বিড়ম্বনা

চলছে বর্ষাকাল। কখনো আকাশে রোদ ঝলমল করছে তো কখনো বৃষ্টি। প্রস্তুতি না থাকলে ভালো জামা-জুতো-ব্যাগ নষ্ট হয়ে যেতে পারে গন্তব্যে পৌঁছানোর আগেই। শুধু একটি ছাতা সব সময় আপনাকে রক্ষা করতে পারবেন না তাই জুতা-জামা বাছাইয়ে হতে হবে কৌশলী।

এ সময় পানি উপযোগী জুতা পরুন। পানিতে ভিজে স্যাঁতসেঁতে হয়ে থাকে এই ধরনের জুতা পরা যাবে না। এমন সব জুতা পছন্দ করুন যা পানি লাগলেও কোন সমস্যা নেই। এছাড়াও যদি হঠাৎ করে কাদা লেগে যায় বা জুতা নোংরা হয়ে যায় সাথে সাথে যেন পানি দিয়ে ধুয়ে ফেলা যায়।

প্যারাস্যুট-জাতীয় কাপড়ের ব্যাগ এ সময়ের জন্য উপযোগী। রেক্সিনের ব্যাগ ব্যবহারেও সুবিধা পাওয়া যাবে। সুতি কাপড়ের ব্যাগ এই সময়ের জন্য একদমই ভালো নয়। শুকাতে অনেক সময় লাগে। আবার ভালোভাবে না শুকালে স্যাঁতসেঁতে গন্ধ হতে পারে। ব্যাকপ্যাক ব্যবহার করলে রেইনকোট দিয়ে ঢেকে রাখার চেষ্টা করুন।

এছাড়া বর্ষায় অলংকার পরার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। সবচেয়ে ভালো হয় বর্ষাকালে যদি অলংকার পরা এড়ানো যায়। বৃষ্টি হোক বা না হোক বর্ষার মাস জুড়ে সঙ্গে রাখুন ছাতা ও রেইনকোট।

খবর সারাবেলা / ০৬ জুলাই ২০২৪ / এমএম