এবার বাংলাদেশে সেঞ্চুরি ম্যাথিউসের
ইংল্যান্ডের লর্ডস ও লিডস, ভারতের দিল্লি, নিউজিল্যান্ডের ওয়েলিংটন, পাকিস্তানের বিপক্ষে আবুধাবি, জিম্বাবুয়ের হারারের পর এবার বাংলাদেশের চট্টগ্রামে সেঞ্চুরি পেলেন অ্যাঞ্জোলো ম্যাথিউস।অতীতের ৯৫ টেস্টে অংশ নিয়ে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ১১টি সেঞ্চুরি করেছেন ম্যাথিউস। এবার বাংলাদেশ সফরে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরির দেখা পেলেন লংকান সাবেক এই অধিনায়ক।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬৬ রানে দুই ওপেনার দিমুথ করুনারত্নে আর ওসাদা ফার্নান্দোর বিদায়ের পর দলের হাল ধরেন ম্যাথিউস।তৃতীয় উইকেটে কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে গড়েন ৯২ রানের জুটি। ৫৪ রান করে ফেরেন মেন্ডিস। এরপর তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি ধনাঞ্জয়া ডি সিলভা।পঞ্চম উইকেটে দিনেশ চান্দিমালকে সঙ্গে নিয়ে লড়াই করছেন ম্যাথিউস। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮৭ ওভারের খেলা শেষে লংকানদের সংগ্রহ ৪ উইকেটে ২৫৩ রান। ১১৩ ও ৩০ রানে ব্যাট করছেন ম্যাথিউস ও চান্দিমাল।
খবর সারাবেলা / ১৫ মে ২০২২ / এমএম