ঈদকে সামনে রেখে ৬ হাজার পরিবারের মাঝে উপহার নিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
করোনার চলমান সঙ্কটে সাধারণ মানুষ অবরুদ্ধ হয়ে আছে। এর মাঝে ভালোবাসার বার্তা নিয়ে এগিয়ে এসেছেন বেশিরভাগ জনপ্রতিনিধি। করোনা সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও মানুষের মাঝে মনোবল অটুট রাখতে প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন তারা। ধারাবাহিকভাবে চট্টগ্রামের মিরসরাইয়ের বারবার নির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিজ এলাকা মিরসরাইয়ের মানুষের মাঝে সংক্রমণের শুরু থেকে সাহায্য সহযোগিতা প্রদান করে আসছেন। তার আহবানে সাড়া দিয়ে বিত্তবানরাও এগিয়ে এসেছেন বিভিন্ন ইউনিয়নে।
এতদিন তার পক্ষে করোনাকালীন সময়ে মিরসরাইয়ের সবকিছু দেখভাল করছেন মেঝ ছেলে আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল। নেতাকর্মীদের বারণ উপেক্ষা করে ১৬ মে নিজে উপস্থিত থেকে ব্যক্তিগত তহবিল থেকে ৬ হাজার পরিবারের মাঝে মিরসরাই বালিকা উচ্চবিদ্যালয়ে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা। প্রেসিডিয়াম সদস্য হয়েও প্রতি সপ্তাহে রেওয়াজ করে তিনি মিরসরাই আসেন বলে জানা যায়। তাই সংক্রমনের ভয়, নেতাকর্মীদের নিষেধ তাঁকে আটকাতে পারেনি।
বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত মাহবুব রহমান রুহেল বলেন, মানুষ যত বেশি সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে থাকবে তত দ্রুত। আমরা করোনা পরিস্থিতি হতে মুক্ত হতে পারবো। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার খুব দক্ষ হাতে সব সামলাচ্ছে। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শক্রমে আইসিটি মন্ত্রণালয় অনেক কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। আমরা যদি একটু সচেতন হই তাহলে দ্রুত ঘুরে দাড়াতে পারব। করোনার এই সময়ে নিয়োজিত সাংবাদিক, প্রশাসন, চিকিৎসক, আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীসহ সব ফ্রন্টলাইন ফাইটারদের তিনি ধন্যবাদ জানান। এ সময় আয়োজক মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জে কে চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুঁইয়াসহ চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, যুবলীগ নেতা মাইনুর রানা, মেজবা বাবু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
খবর সারাবেলা / ১৭ মে এপ্রিল ২০২০ / এমএম