ইনফিনিক্স হট ১০ কিনবেন যেসব ফিচারের জন্য

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স জানে বাজারের সেরা ফোন কীভাবে তৈরি করতে হয়। এরইমধ্যে প্রতিষ্ঠানটি এমন পর্যায়ে পৌঁছেছে যারা নিজেদের প্রচেষ্টায় বছর জুড়ে মোবাইল প্রস্তুতকারক অন্যান্য প্রতিযোগীদের চেয়ে অনেক বেশি ফোন তৈরি করেছে। ইনফিনিক্স মোবাইলের তালিকায় যুক্ত হওয়া সর্বশেষ সংযোজন হলো ইনফিনিক্স হট ১০। যাতে বিশাল ব্যাটারি, বড় ডিসপ্লে এবং সর্বাধুনিক হার্ডওয়্যার ছাড়াও দৈত্যাকার জি৭০ চিপসেট, সিপিইউ, জিপিইউ ও স্মৃতি এবং গেমিংয়ের ইন্টিলিজেন্ট ম্যানেজমেন্ট সুবিধা রয়েছে।

গেমিং সময়েও মাল্টি-টাস্কিংয়ের সুযোগ দিতে এই বাজেটের মধ্যে বাজারের থাকা প্রতিযোগীদের তুলনায় অনেক বেশি স্পেসিফিকেশনস নিয়ে এসেছে ইনফিনিক্স হট ১০। দেশের বাজারে নতুন ইনফিনিক্স হট ১০ স্মার্টফোনটি দাম পড়বে মাত্র ১২,৯৯০ টাকা। ফোনটি মোবাইল গেমিংয়ের অনেকগুলো নতুন প্রিমিয়াম ফিচারও যুক্ত করা হয়েছে। স্মার্টফোনের বাজেট সেগমেন্ট ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর লক্ষ্যে সম্প্রতি লঞ্চ হওয়া ইনফিনিক্সের নতুন এ ডিভাইসটি বাজারে থাকা অন্য প্রতিযোগিদের ছাপিয়ে যেতে পারবে কী না জানতে চলুন ইনফিনিক্স হট ১০ এর আকর্ষণীয় ফিচারগুলো সম্পর্কে জেনে নেই।

মোবাইল গেমিংয়ের আদর্শ সংযোজন জি৭০ চিপসেট
গেমিং মোবাইল ফোন তৈরিতে বেশ পারদর্শী ইনফিনিক্স। তাদের ইনফিনিক্স হট ১০ ব্যবহৃত উচ্চ ক্ষমতাসম্পন্ন হেলিও জি৭০ চিপসেট স্মার্টফোন গেমিংকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাবে। ৬ গিগাবাইট র‌্যাম সন্নিবেশিত হট ১০ ফোনটি ব্যবহারে ফ্ল্যাগশিপ গেমিংয়ের অভিজ্ঞতা পাওয়া যাবে। উজ্জ্বল স্ক্রিনের সাথে ৭২০ী১৪৮০ পিক্সেল রেজুলেশন, স্পিকারগুলোতে আরো জোড়ালো শব্দ এবং আরো বেশি ক্ষমতাসম্পন্ন করতে এতে অ্যান্ড্রয়েড ১০ ব্যবহার করা হয়েছে। মোবাইল গেমারদের জন্য তৈরি এ ফোনটি ব্যবহারকারীদের সেরা গেমিং ফোনের অভিজ্ঞতা দিবে।

বিশাল ও উজ্জ্বল ৬.৭৮ এইচডি+ইনফিনিটি ও আল্ট্রা-ডিসপ্লে
বৃহত্তর ও আরো বেশি বিস্তৃত ৬.৭৮ এইচডি+ইনফিনিটি ও ডিসপ্লের এ ফোনটি ইতোমধ্যে এই দাম সীমার অন্যান্য প্রতিযোগীদের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। এর ১৭১.১ী৭৭.৬ী৮.৮৮ মিটার চমৎকার ডাইমেনশনের মধ্যে রয়েছে বর্ণীল, কালো ও দুর্দান্ত রঙের অসাধারণ সংমিশ্রন। ইনফিনিক্স হট ১০ এ চমৎকার এলিগেন্ট ডিজাইনে তৈরি করা; ফোনটির পিছনে দুই রঙের সমাহার, ভাইব্রেন্ট প্যার্টান ও কার্ভ এইজ এ ফোনটি আপনার হাতে এক অনন্য অনুভূতি এনে দেবে।

শক্তিশালী ৫২০০ এমএএইচ ব্যাটারি
বেশ কিছু অভিনব ও নতুন সফটওয়্যার অপ্টিমাইজেশান নিয়ে আসা ইনফিনিক্স হট ১০ এর ব্যাটারির সক্ষমতা অনেক বাড়ানো হয়েছে। ব্যাটারির চার্জের অভাবে হঠাৎ করে ফোন বন্ধ হয়ে যাওয়ার বিব্রতকর পরিস্থিতিকে বিদায় জানাতে এতে ৫,২০০ এমএএইচ পাওয়ার ম্যারাথন প্রযুক্তির ব্যাটারি রয়েছে। ব্যাটারিটি একবার চার্জ করে নিলে কোনো ধরনের চিন্তা ছাড়াই সারাদিন নিরবচ্ছিন্নভাবে গেমিংসহ ফোনটি ব্যবহারের সুযোগ পাবেন ক্রেতারা।

প্রতিযোগীদের টেক্কা দেওয়ার ক্যামেরা
ইনফিনিক্স ফোন থাকা মানে ফটোগ্রাফিও আপনার হাতের নাগালে। ইনফিনিক্স হট ১০-এর ডুয়েল ফ্ল্যাশলাইটসহ ৮ এমপি এফএফ ফ্রন্ট ক্যামেরা দিয়ে ৩২৬৪*২৪৪৮ পিক্সেলের ছবি তোলা যাবে। এ ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর সার্পনেস ও কালার এতোই নিখুঁত যে ছবিগুলোতে একবারে ন্যাচার‌্যাল লুক পাবেন। অনেকগুলো মোডসহ ফোনটি ক্যামেরা ফেস খুঁজে স্বয়ংক্রিয়ভাবে তাতে ফোকাস করতে পারে। ফোনটির রিয়ার ক্যামেরা অংশে একটি ১৬ এমপি কোয়াড ক্যামেরা + ২ এমপি + ২ এমপি ডেপথ সেন্সর + এআই লেন্স রয়েছে। যা দিয়ে আপনি দুর্দান্ত সব ফটোগ্রফি করতে পারবেন। রিয়ার ক্যামেরা দিয়ে ৪৮৬৪*২৭৩৬ পিক্সেলের ছবি ক্যাপচার করতে পারবেন। যা অনায়াসে শস্য দানার মতো ক্ষুদ্র বিষয়বস্তুর ছবিও স্পষ্টভাবে তুলে ধরতে পারবে। ফোনটি দিয়ে প্রতি সেকেন্ডে ১০৮০পি @ ৩০ ফ্রেমের ভিডিও রেকর্ড করা যাবে।

এক্সওএস ৭.০
স্মার্টফোন ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়িয়ে দিতে বর্তমান স্মার্ট লাইফের সাথে মিল রেখে করা এক্সওএস ৭.০ ডিজাইনের সাথে দুর্দান্ত, ট্রেন্ডি ও রঙ মিলিয়ে এক নতুন ভিজ্যুয়াল ডিজাইন দেয়া হয়েছে ফোনটিতে। এতে স্মার্ট স্ক্যানার, ইয়ার-সেন্সর রিসিভার, ইউলাইফ ইত্যাদির মতো ইন্টলিজেন্ট ফিচারই যুক্ত করা সাথে সাথে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সর্বশেষ অ্যান্ড্রয়েড ফিচারগুলোর সন্নিবেশ করা হয়েছে।

কানেক্টিভিটি
হট সিরিজের অনুরাগীদের জন্য অন্যতম চমক হিসাবে ইনফিনিক্স হট ১০ কানেক্টিভিটির ক্ষেত্রে ওয়াইফাই ৮০২.১১ এ/বি/জি/এন, জিপিএস, ব্লুটুথ ভি৫.০০, মাইক্রো-ইউএসবি, এফএম রেডিও, ৩জি এবং ৪জি রয়েছে। ফোন সেন্সরের মধ্যে রয়েছে অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, কম্পাস/ম্যাগনেটোমিটার, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর, ফেস ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যে কোন চলচ্চিত্র দেখা, গান শোনা ও গেমিংয়ের ক্ষেত্রে আরো ভালমানের অভিজ্ঞতা দিতে সাউন্ড এফেক্টগুলো কাস্টমাইজ করার জন্য আপনি এতে থাকা ডিটিএস অডিও প্রসেসিং টেকনোলজির ব্যবহার করতে পারবেন।

ইনফিনিক্স হট ১০ ফোনটিতে ব্যবহারকারীর প্রয়োজনীয় সব ধরনের গুরুত্বপূর্ণ ফিচারগুলো রয়েছে। প্রিমিয়াম বিল্ড, বিগ স্ক্রিন, স্মুথ ও ফাস্টার, দুর্দান্ত গেমিং এবং আপনার সম্ভাব্য সব ধরনের ব্যবহারে সঙ্গ দিতে এতে বিশাল ব্যাটারি লাইফ সুবিধা রয়েছে। সর্বশেষ ফিচারসহ ইনফিনিক্স হট ১০ এমন এক পূর্ণাঙ্গ ফোন যা আপনাকে স্মার্টফোন ব্যবহারে অসাধারণ ও ধারাবাহিক অভিজ্ঞতা দেবে। এখন পর্যন্ত এ ফোনটি সম্পর্কে যে সব তথ্য পাওয়া গেছে তাতে এ কথা বলাই যায় যে এই বাজেটের মধ্যে একটি দুর্দান্ত স্মার্টফোন হলো ইনফিনিক্স হট ১০।

খবর সারাবেলা / ৩০ ডিসেম্বর ২০২০/এমএম