আসিফ মাহমুদকে সংবর্ধনা দেবে ঢাবির ভাষাবিজ্ঞান বিভাগ
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সংবর্ধনা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ। তিনি এই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।আগামী শনিবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং বিশেষ অতিথি হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান উপস্থিত থাকবেন বলে বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।বিভাগীয় চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক ড. মনিরা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
খবর সারাবেলা / ২৬ সেপ্টেম্বর ২০২৪ / এমএম