আর কখনোই খুলবে না স্টার সিনেপ্লেক্স

September 1, 2020

অবশেষে আশঙ্কাই সত্যি হল। বরাবরের জন্য বন্ধ করে দেয়া হল দেশের সবচেয়ে বড় সিনেমা হল বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে এমন ঘোষণাই দেয়া হয়েছে। তারা জানিয়েছেন, আর কখনোই খুলবে না বাংলাদেশের সিনেমা ব্যবসার সবচেয়ে বড় ও অত্যাধুনিক প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২০ মার্চ থেকে বন্ধ দেশের সব সিনেমা হল। বন্ধ ছিল সব ধরনের শুটিংও। কিন্তু রোজার ঈদের আগ দিয়ে নাটক-সিনেমাসহ সব ধরনের শুটিং অল্প বিস্তারে চালু হলেও সিনেমা হলগুলোর তালা এখনো খোলেনি। ফলে স্টার সিনেপ্লেক্স যে একেবারেই বন্ধ হয়ে যেতে পারে, সেই আভাস আগেই দেয়া হয়েছিল।

গত ১২ আগস্ট সংবাদ সম্মেলন করে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেছিলেন, করেনোর কারণে দীর্ঘদিন সিনেমা হল বন্ধ থাকায় বাংলাদেশের সিনেমা ব্যবসায় মারাত্মক ধস নেমে এসেছে। এমতাবস্থায় সরকারি সহায়তা না পেলে তাদের সামনে স্টার সিনেপ্লেক্স বন্ধ করে দেয়া ছাড়া আর কোনো পথই খোলা থাকবে না।

সেসময় সরকারের কাছে পাঁচটি দাবি তুলে ধরেন রুহেল। সেই দাবিগুলো মধ্যে ছিল স্বাস্থ্যবিধি মেনে অনতিবিলম্বে সিনেমা হলগুলো খুলে দেয়া, জরুরি আর্থিক সহায়তা বা প্রণোদনা ঘোষণা করা, সিনেমা হলের টিকিটের সব ধরনের মূসক ও কর মওকুফ করা, সুদবিহীন ঋণ প্রদানের অনুমোদন দেয়া এবং শর্তহীনভাবে বিদেশি চলচ্চিত্র আমদানির অনুমতি দেয়া।

পাশাপাশি স্টার সিনেপ্লেক্স আছে এমন তিনটি শপিংমল কর্তৃপক্ষের কাছে এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির কাছে আরও দুটি দাবি করেন রুহেল। শপিংমল কর্তৃপক্ষের কাছে তার দাবি ছিল, করোনাকালীন পরিস্থিতিতে স্টার সিনেপ্লেক্সের প্রতিটি শাখার ভাড়া মওকুফ করা এবং অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত অর্ধেক ভাড়া নেয়া।

প্রযোজক সমিতির কাছে তিনি দাবি করেন, সেন্সর পাওয়া সিনেমাগুলো শিগগিরই মুক্তি দেয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু সরকারি-বেসরকারি কোনো দিক থেকেই কোনো ধরনের সহায়তা পাননি বলে মঙ্গলবারের ঘোষণায় জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ফলে বাধ্য হয়ে তারা প্রতিষ্ঠানটি বরাবরের জন্য বন্ধ ঘোষণা করেছে।

খবর সারাবেলা / ০১ সেপ্টেম্বর ২০২০ / এমএম