আনুশকার সদ্যোজাত কন্যাসন্তানের ছবি প্রকাশ
বলিউড তারকা আনুশকা শর্মা গতকাল সোমবার কন্যাসন্তানের মা হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই আনন্দের খবর জানিয়েছেন আনুশকার স্বামী ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি।বাবা হওয়ার সুখবর জানালেও সদ্যোজাত কন্যার কোনো ছবি পোস্ট করেননি কোহলি। তবে কোহলির ভাই বিকাশ কোহলি তার ভাতিজির পায়ের একটি ছবি টুইটারে শেয়ার করেছেন।
২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি রিসোর্টে চুপিসারে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা।গত আগস্টে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন এই দম্পতি।সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই অস্ট্রেলিয়া সফরে গিয়ে অ্যাডিলেড টেস্ট খেলে দেশে ফেরত আসেন বিরাট কোহলি।
খবর সারাবেলা / ১২ জানুয়ারি ২০২১ / এমএম